ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ংয়ের হাজারের বেশি সেনা হতাহত, দাবি সিউলের

উত্তর কোরিয়ার সেনাদের সঙ্গে দেশটির নেতা কিম জং উন। ফাইল ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার সেনাদের সঙ্গে দেশটির নেতা কিম জং উন। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করে হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন। এমনটাই দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

আজ সোমবার জেসিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পিয়ংইয়ং ও মস্কোর সামরিক সহযোগিতা চুক্তির আওতায় গত নভেম্বরে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে প্রায় ১০ হাজার সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া।

এসব সেনাদের রুশ নাম ও জন্মস্থানসহ ভুয়া সামরিক কাগজপত্র দেওয়ার অভিযোগ তুলেছে কিয়েভ। সিএনএনের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেসিএসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'বিভিন্ন তথ্য ও গোয়েন্দা সূত্র আমলে নিয়ে আমরা ধারণা করছি, ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে সাম্প্রতিক সময়ে প্রায় এক হাজার ১০০ উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছেন।'

পিয়ংইয়ং ইউক্রেনে অবস্থানরত সেনাদের পরিবর্তন বা অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ করা হয় এ বিবৃতিতে।

এছাড়া যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে পিয়ংইয়ং আত্মবিধ্বংসী ড্রোন, রকেট লঞ্চার ও স্বচালিত আর্টিলারি সরবরাহ করছে বলে দাবি করা হয়।

এর আগে যুদ্ধে সেনা মোতায়েন করে রাশিয়াকে সাহায্য করার বদৌলতে উত্তর কোরিয়া সামরিক সহায়তার পাশাপাশি চাল ও মহাকাশ প্রযুক্তি পাচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

 

Comments

The Daily Star  | English

8.8-Magnitude earthquake in Russia's Far East triggers tsunami

Several people were injured, while much of Japan's eastern seaboard was ordered to evacuate.

14m ago