নরসিংদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার মৃত্যু

আলম মিয়া। ছবি: সংগৃহীত

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত এক শ্রমিকদল নেতা মারা গেছেন।

নিহত আলম মিয়া (৫৫) পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবরে কর্মী-সমর্থকরা আজ বিকেলে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে গত ১৮ ডিসেম্বর এ সংঘর্ষ হয়। এতে আলম মিয়া মাথায় গুরুতর আঘাত পান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলম মিয়া আহত হওয়ার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ থেকেই থানায় মামলা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি।'

তার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি।
 

Comments

The Daily Star  | English

Govt declares 10-day Eid holiday starting June 5

Offices to remain open on two weekly holidays— May 17 and 24—to offset Eid vacation

2h ago