মাছিমপুর সীমান্তে ‘বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন।

নিহত সাইদুল ইসলাম (২৩) উপজেলার গামাইতলা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের নিকটবর্তী মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে।

বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, 'প্রাথমিক তথ্য ও স্থানীয়দের ভাষ্য মতে, বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।'

স্থানীয়দের বরাত দিয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, 'সাইদুলসহ আরও কয়েকজন সুপারি পাচার করতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সাইদুলের সহযোগীরা প্রথমে তাকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

Comments

The Daily Star  | English
Starlink logo

Yunus approves Starlink's licence in Bangladesh

Bangladesh is the second country in South Asia, after Sri Lanka, to welcome Starlink

29m ago