রৌমারৗ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, মানিক মিয়ার গুলিবিদ্ধ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিক মিয়ার অন্য সঙ্গীরা পলাতক।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাত একটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে শৌলমারী ইউনিয়নের বেহুলার চর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া মানিক মিয়া (৩৫) রৌমারীর শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত একটার দিকে মানিক মিয়াসহ ১০-১২ জনের একটি দল বেহুলার চর সীমান্তে যান। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়েন। বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়া ঘটনাস্থলে মারা যান। তার সঙ্গীরা মরদেহটি বাংলাদেশে এনে গোপনে রাখেন। রোববার দুপুরে মরদেহটি রৌমারীর বন্দবের ইউনিয়নের বাঞ্চার চর এলাকায় গোপনে দাফন করার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মানিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রৌমারী থানার ওসি রূপ কুমার সরকার রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, মানিক মিয়ার গুলিবিদ্ধ মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিক মিয়ার অন্য সঙ্গীরা পলাতক।

জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্ল্যাহ আল মাশরুকী সাংবাদিকদের জানান, তিনি বিষয়টি শুনেছেন।

Comments