সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ঘন কুয়াশার মধ‍্যে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এর দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত আল আকসা (২৮) ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। 

গুরুতর আহত ফাহাদ মাহমুদ ফারাবী নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘন কুয়াশার মধ‍্যে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

10h ago