তারেক-ফখরুল-খসরুকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ

তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

আজ শনিবার বিএনপির মিডিয়া সেল বিষয়টি জানায়।

মার্কিন কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি বেন ক্লাইন, জ্যাক ওয়ানিপ, টম সুজি ও জেমস স্ল্যাটারির সই করা এক চিঠিতে বিএনপি মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৫-৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এ আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১০০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার অতিথি এই অনুষ্ঠানে যোগ দেবেন। ১৯৫৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে সভা, মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থার থাকে। আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

Comments

The Daily Star  | English
DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

DSCC services collapse amid prolonged protest by Ishraque's supporters

Mosquito control, waste management and Eid cattle market leasing at a standstill

35m ago