আদিবাসীদের ওপর হামলা

নাগরিক কমিটির শাহাদাৎ সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শাহাদাৎ ফরাজী সাকিব (লাল শার্ট ও ক্যাপ পরা)। ছবি: ভিডিও থেকে নেওয়া

আদিবাসী শিক্ষার্থীদের ওপর গতকাল বুধবারের হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পাঠ্যবই থেকে 'আদিবাসী' শব্দসম্বলিত গ্রাফিতি বদলে দেওয়ার প্রতিবাদে গতকাল এনসিটিবির সামনে 'বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ব্যানারে বিক্ষোভে হামলা চালায় 'স্টুডেন্ট ফর সভরেন্টি'। হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ বেশ কয়েকজন আহত হন।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, 'ওই হামলায় জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যাচ্ছে। ভিডিও ফুটেজ এবং অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া কার্যক্রমে সেটি স্পষ্ট।'

সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার নিন্দা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে নাগরিক সমাজকে প্রতিনিধিত্ব করার অভিপ্রায়ে গঠিত, জাতীয় নাগরিক কমিটির একজন প্রতিনিধি জাতিগত বিভাজন জিইয়ে রাখা ও ন্যাক্কারজনক হামলায় জড়িত থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। 

এতে আরও বলা হয়, 'আমরা আশা করি হামলায় সংশ্লিষ্টতার দায়ে অভিযুক্ত শাহাদাৎ ফরাজী সাকিবের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি অতিদ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি নিজেদের দায়বদ্ধতার পরিচয় দেবে।'

Comments

The Daily Star  | English

Complete reforms in 2yrs after polls

Parties urged in draft July Charter; opinions sought

6h ago