ইউক্রেন নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী পুতিন

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাতপূর্ণ অঞ্চলে 'দীর্ঘস্থায়ী শান্তি' আনতে সমাধান বের করারও দাবি জানিয়েছেন তিনি।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শপথগ্রহণের আগে টেলিভিশনে প্রচারিত এক বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান পুতিন।

অভিনন্দন বার্তায় পুতিন বলেন, 'ইউক্রেন সংঘাত নিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক আমরা।'

'এই পরিস্থিতির সমাধান প্রসঙ্গে বলতে চাই, কেবল একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি আমাদের লক্ষ্য হওয়া উচিত না। বরং সকল জনগণের বৈধ স্বার্থের প্রতি সম্মান রেখে স্থায়ী শান্তির রাস্তা করা উচিত,' যোগ করেন তিনি।

ট্রাম্পের উদ্দেশ্যে দেওয়া বার্তায় পুতিন জোর দিয়ে বলেন, 'আমরা অবশ্যই রাশিয়ার স্বার্থ এবং রুশ জনগণের স্বার্থ রক্ষার জন্য লড়াই করব।'

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সবচেয়ে বড় প্রতিশ্রুতির একটি ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে। তিনি বলেছেন, নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দেবেন এই যুদ্ধ। 'তৃতীয় বিশ্বযুদ্ধ' এড়াতে মস্কো ও কিয়েভের সঙ্গে আলোচনা বসার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে ট্রাম্পের ইচ্ছাকে 'স্বাগত' জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

'আমরা অবশ্যই এই মনোভাবকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই,' বলেন পুতিন।

Comments

The Daily Star  | English

July frontliners dominate the Ducsu race

So far, nine panels have been announced for the 28 Ducsu posts.

8h ago