ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ফোন করবেন ট্রাম্প

রয়টার্স ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফোনালাপটি স্থানীয় সময় ১০টায় অনুষ্ঠিত হবে এবং এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন।

রাশিয়া ও ইউক্রেন শুক্রবার ইস্তাম্বুলে তিন বছরের মধ্যে তাদের প্রথম মুখোমুখি আলোচনায় বসেছিল। কিন্তু সেই আলোচনা থেকে কোনো ফল আসেনি। যদিও তারা বন্দী বিনিময়ে সম্মত হয়েছে।

যদি পুতিন তুরস্কের আলোচনায় থাকতেন তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে উপস্থিত থাকতে রাজি হননি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ বন্ধে তখন অগ্রগতি হবে, যখন পুতিন মুখোমুখি আলোচনায় বসেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাগুলোকে নিশ্চিত করেছেন, সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের প্রস্তুতি চলছে। এ বিষয়ে দুই নেতার মধ্যে এর আগেও ফোনালাপ হয়েছে।

তাস নিউজ এজেন্সিকে পেসকভ বলেন, 'আলোচনার প্রস্তুতি চলছে।'

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, 'আশা করি ফলপ্রসূ আলোচনা হবে, একটি যুদ্ধবিরতি হবে। এটি একটি সহিংস যুদ্ধ, এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না, এটা শেষ হবে।'

ইউরোপীয় নেতারা রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতারা যুদ্ধবিরতি ও নিজেদের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

28m ago