‘খেলোয়াড়রা না খেয়ে মারা যাবে’

Khaled Mahmud Sujon

সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে চলছে নানান অস্থিরতা। গঠনতন্ত্র সংস্কার করে ক্লাব ক্রিকেট কর্মকর্তাদের বিসিবিতে অংশগ্রহণ সীমিত করতে চায় ফারুক আহমেদের বোর্ড। এতে লিগ বর্জন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে ঢাকার ক্লাবগুলো। একই সঙ্গে বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু আছে আলোচনায়। সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন এসব বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

ঢাকার ক্লাবগুলোর লীগ বর্জন এবং সংস্কার আসার বিষয়ে আপনি কীভাবে দেখছেন?

খালেদ মাহমুদ: আগে দেখি গঠনতন্ত্র কী হয়। কিন্তু যা শোনা যাচ্ছে তা খুবই অনাকাঙ্ক্ষিত। ক্লাবগুলোর কারণে বাংলাদেশের ক্রিকেট এতদূর টিকে আছে কারণ ক্লাবগুলো ক্রিকেটারদের বেতন দেয়; এভাবেই সব কিছু চলে। আমার সময়ের আগেও এটা হয়েছিল, এবং এই কারণে ক্রিকেটে আগ্রহ বেড়েছে। আপনি যদি ক্লাব বা কর্মকর্তাদের বঞ্চিত করেন, একসময় প্রিমিয়ার লীগ বন্ধ হয়ে যাবে এবং এটি দেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর হবে। এক সময় খেলোয়াড়রা না খেয়ে মারা যাবে। বিসিবি কতজন খেলোয়াড়কে বেতন দেবে?

আপনি দেখবেন প্রিমিয়ার লীগ এবং প্রথম বিভাগ থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত প্রতি বছর ৪০ থেকে ৫০ কোটি টাকার টার্নওভার হয়। তারা খেলোয়াড়দের বেতন এবং তাদের ভাতা দেয়। আপনি বিভাগগুলোকে উৎসাহিত করছেন, কিন্তু বিভাগগুলো থেকে আপনি কী পান? তারা কিছুই চালায় না; সেখানে কোন প্রিমিয়ার লীগ বা টুর্নামেন্টও নেই। আপনি তাদের পুরস্কৃত করতে চান, কিন্তু যারা বাংলাদেশের জন্য কাজ করেছে, আপনি তাদের বঞ্চিত করছেন। আমার মনে হয় এটি ভুল কৌশল। কেবল সময়ই এর জবাব দেবে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেছেন যে তারা শুধুমাত্র মিডিয়া থেকে পেমেন্ট ইস্যু সম্পর্কে জানতে পেরেছেন। আপনার এই বিষয়ে কি মতামত?

খালেদ: একটি দলকে বোর্ডে নেওয়ার অর্থ এই নয় যে এটি বিসিবির দায়িত্বের অবসান। ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়নি, এবং কেন তা হয়নি তা একটি বড় প্রশ্ন। যদি ফ্র্যাঞ্চাইজিগুলি (খেলোয়াড়দের) অর্থ প্রদান  না করে, তবে বিসিবি অর্থ প্রদান করতে হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে খেলোয়াড়দের ডেকে তাদের অবস্থা কী তা জিজ্ঞাসা করা উচিত। এটি ভাবমূর্তির জন্য খারাপ এবং এই পেমেন্ট ইস্যুগুলির কারণে বিদেশি খেলোয়াড়রা আসতে চায় না।

ঢাকা ক্যাপিটালসের পরাজয়ের ধারাবাহিকতায় আপনি হতাশ কিংবা হয়তো ক্ষুব্ধ?

খালেদ: পারফরম্যান্স ভালো না, কিন্তু একটি দল হিসেবে ভালো জায়গায় আছি। আমি হতাশ হই না কারণ শেষ পর্যন্ত এটি খেলোয়াড়দের খেলা। আমরা একভাবে পরিকল্পনা করতে পারি এবং প্রতিপক্ষের কাউন্টারপ্ল্যান রয়েছে যা তারা বাস্তবায়ন করতে পারে। আমি চাপ দেই না। আমি সবসময় বলি যে আমাদের প্রক্রিয়াটি ঠিক রাখতে হবে, কিন্তু তা হচ্ছে না।

স্থানীয় খেলোয়াড়রা আমাদের জন্য ভালো করেছে। বিদেশিরা পারেনি, কিন্তু তা তাদের ব্যর্থতা। এটি খেলার অংশ। হয়তো মাঠের বাইরে আমি তাদের সমর্থন করতে পারিনি। সেদিক থেকে এটি আমার ব্যর্থতা হতে পারে।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

7h ago