৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থানে যানচলাচল বন্ধ হয়ে যায়। ছবি: প্রবীর দাশ/ স্টার

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে বিক্ষোভ করছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১টার কিছু সময় পর 'সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ' এর ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এর আগে কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌছান তারা।

এসময় শাহবাগ মোড়ের চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

ছবি: প্রবীর দাশ/ স্টার

তাদের দাবিগুলো হচ্ছে—১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা,  প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।

ছবি: প্রবীর দাশ/ স্টার

বিক্ষোভে অংশ নেওয়া ম্যাটসের এক শিক্ষার্থী মো. বোরহান ডেইলি স্টারকে জানান, 'আমাদের দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে নিয়োগ। দীর্ঘ ১৫ বছরে আমাদের কোনো নিয়োগ দেওয়া হয়নি। আমরা এর আগেও আন্দোলন করেছি। আমাদের শুধু আশ্বাস দিয়ে রেখে দিয়েছে সব দাবি মেনে নেওয়ার। কিন্তু আমাদের কোনো দাবি মানা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টার্নশিপ ছিল সেটা বন্ধ করা হয়েছে। এখন আমরা ইন্টার্নশিপ চালুর দাবি করছি।'

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

58m ago