দুটি বড় ভুল করা স্ট্যান্সনির পাশে দাঁড়ালেন বার্সা কোচ

ছবি: এএফপি

বেনফিকার বিপক্ষে ইনাকি পেনিয়ার বদলে ভইচেখ স্ট্যান্সনিকে বেছে নিলেন হান্সি ফ্লিক। কিন্তু এবারের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলতে নেমে বিশাল দুটি ভুল করে বসলেন পোলিশ গোলরক্ষক। তারপরও তাকে দায়ী করে কাঠগড়ায় তুলতে রাজী নন বার্সেলোনার জার্মান কোচ।

মঙ্গলবার রাতে লিসবনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৫-৪ গোলে জিতেছে বার্সা। খেলা শুরুর ৩০ মিনিটের মধ্যে ভ্যাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে ৩-১ গোলে পিছিয়ে পড়ে স্প্যানিশ পরাশক্তিরা। দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে স্কোরলাইন ছিল ৪-২। এরপর শেষদিকে ঘুরে দাঁড়িয়ে সফরকারীরা যেন লেখে রূপকথার গল্প! ৭৮তম মিনিটে রবার্ত লেভানদভস্কি, ৮৬তম মিনিটে এরিক গার্সিয়া ও যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রাফিনিয়ার লক্ষ্যভেদে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা।

কাতালানদের শুরুর একাদশে ছিলেন গত অক্টোবরে অবসর ভেঙে ফেরা স্ট্যান্সনি। ৩৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক প্রথমার্ধেই করেন মারাত্মক দুটি ভুল। ম্যাচের ২২তম মিনিটে ডি-বক্সের অনেক বাইরে এসে বল ক্লিয়ার করার চেষ্টায় গড়বড় করে ফেলেন তিনি। সতীর্থ অ্যালেক্স বালদের পায়ে লাথি মেরে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। আলগা বল পেয়ে অনায়াসে ফাঁকা জালে পাঠিয়ে স্কোরলাইন ২-১ করেন পাভলিদিস। ছয় মিনিট পর আবারও অমার্জনীয় ভুল করেন স্ট্যান্সনি। ডি-বক্সে কেরেম আকতুরকোগলুকে ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগিজ ক্লাব বেনফিকা। সফল স্পট-কিকে হ্যাটট্রিক পূর্ণ করেন গ্রিক স্ট্রাইকার পাভলিদিস।

অবিশ্বাস্য জয়ের পর স্প্যানিশ গণমাধ্যমকে ফ্লিক বলেছেন, স্ট্যান্সনির দিকে অভিযোগের আঙুল তুলতে নারাহ তিনি, 'কোন ফুটবলার ভুল করে না? এটা স্বাভাবিক। স্ট্যান্সনি কিছু ভুল করেছে। তবে প্রথমার্ধে তো সব খেলোয়াড়ই ভুল করেছে। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। আমরা একটি দল। দ্বিতীয়ার্ধে যা দেখেছি, আমার ভালো লেগেছে। সে বেনফিকার প্রায় নিশ্চিত একটি গোল আটকে দিয়েছে।'

৪-২ গোলে বার্সা পিছিয়ে থাকা অবস্থায় ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান পোলিশ স্ট্রাইকার লেভানদভস্কি। আর নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে রোমাঞ্চকর লড়াইয়ে সমতা টানেন বদলি স্প্যানিশ ডিফেন্ডার এরিক। তার হেড জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে বার্সেলোনা। তবে নাটকীয়তার বাকি ছিল আরও। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার স্মরণীয় গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। ডি-বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় স্বাগতিকদের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকা নিশ্চিত করেছে বার্সেলোনা। এতে সরাসরি শেষ ষোলোয় উঠে গেছে তারা। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান দুইয়ে।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

52m ago