বিপিএলে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ স্বীকার

‘আমার টাকা কি গাছে ধরে?’, ইমনকে টাকা না দিয়ে সামির

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার ইস্যু যেন থামতে চাইছে না। বেরিয়ে আসছে একের পর এক অভিযোগ। শুক্রবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস স্বীকার করেছে যে তারা বাংলাদেশী ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে এখনও কোনো টাকা দেয়নি। না দেওয়ার কারণকে 'ব্যক্তিগত' বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন দলটির সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী।

শুক্রবার কয়েকটি গণমাধ্যমে ইমন টাকা পাননি বলে খবর বের হয়। টাকা না পেয়ে জাতীয় দলের এই ওপেনার কিংসের ক্যাম্প ছেড়ে গেছেন বলেও তথ্য জানা যায়। এই ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে  দ্য ডেইলি স্টারকে সামির বলেন,  'হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমি কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।'

কেন তার এমন অবস্থান ফের জিজ্ঞেস করা হলে বলেন, 'কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।'

এই সময় তিনি ইমনের বাজে পারফরম্যানের কথাও উল্লেখ করেন, 'সে ত রান করতে পারেনি, দুই ম্যাচ ধরে বেঞ্চে বসে ছিলো।' চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ইমনের বিপিএলে ব্যাট হাতে খুব  ভালো সময় কাটেনি। তিনি সাত ম্যাচে ১২৫.৬০ এর স্ট্রাইক রেটে মাত্র ১০৩ রান করতে পেরেছেন। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সের সঙ্গে পারিশ্রমিকের সম্পর্ক নাই।

বিপিএলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে দিতে হয় ২৫ শতাংশ টাকা, টুর্নামেন্টের মাঝে ৫০ শতাংশ ও খেলার পর বাকিটা পরিশোধ করতে হয়। তবে এই নিয়ম মানছে না বেশিরভাগ। দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের বিরুদ্ধে অভিযোগ তারা অনেক ক্রিকেটারকে কোন টাকাই দেয়নি। শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোও টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন, যদিও এই ক্রিকেটারকে ৭০ শতাংশ টাকা দেওয়া হয়েছে বলে সামির জানান।

এই ব্যাপারে বিপিএলে গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিপিএল চলার মধ্যে সম্প্রতি তিনি মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা দেখতে মালয়েশিয়া ভ্রমণ করেছেন।

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi, a revered Bangladeshi musicologist, author, and television figure, has passed away at the age of 87. He died at 7 am on Saturday morning at a hospital in Banani. His daughter, Sharmin Abbasi, confirmed the news.

29m ago