পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত। ছবি: সংগৃহীত
খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর তিন পৃথক অভিযানে অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আট জন।

নিহতদের মধ্যে দুইজনকে 'রিংলিডার' (নেতৃস্থানীয়) বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালায়।

বিবৃতিতে আরও জানানো হয়, লাক্কি মারওয়ার অভিযানে ১৮ জঙ্গি নিহত ও ৬ জন আহত হয়েছেন। কারাক জেলায় আরও ৮ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

সেনাবাহিনী আরও বলেছে, তৃতীয় অভিযানে গোষ্ঠীনেতাসহ ৪ জঙ্গি নিহত ও দুইজন আহত হয়েছেন।

অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এলাকায় জঙ্গি উপস্থিতি পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

সেনাবাহিনী বলেছে, দেশ থেকে জঙ্গিবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

অপর দিকে, দক্ষিণ ওয়াজিরিস্তান আপারের ওমর রাঘাজাই পুলিশ পোস্ট থেকে অপহৃত চার পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

4h ago