ছাঁটাই হওয়া কর্মীদের বাধায় বর্জ্য অপসারণ বন্ধ, বরিশাল শহরজুড়ে ময়লার স্তূপ

বরিশাল নগরের বিভিন্ন এলাকার চিত্র এখন এমনই। ছবি: টিটু দাস/স্টার

বরিশাল সিটি করপোরেশনের ছাঁটাই হওয়া পরিচ্ছন্নতাকর্মীদের বাধায় বর্জ্য অপসারণের কাজ বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় আজ সোমবার সকাল থেকে শহরের জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ হয়ে পড়ে আছে। এতে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসীরা।

সিটি করপোরশেন কর্তৃপক্ষ বলছে, বয়স ৬০ পেরিয়ে যাওয়া অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় গত দুই সপ্তাহ ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় আজ তারা আবর্জনা অপসারণের কাজে বাধা দিয়েছেন।

আজ সকালে নগরের ৩০ নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার এখানে-ওখানে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। এতে পথচারীদের পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

নগরের একটি স্কুলের সামনে থেকে এক অভিভাবক জানান, স্কুলের সামনের ডাস্টবিন থেকে ময়লা উপচে পড়ছে। দুর্গন্ধে বিপাকে পড়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা।

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলীর সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে করপোরেশনের অন্য শ্রমিকরা ময়লা অপসারনের কাজে গেলে ছাঁটাই হওয়া শ্রমিকরা তাদের ওপর হামলা করেন। এতে অন্তত দুইজন আহত হর। নগরজুড়ে এখন অন্তত ২০০ টন আবর্জনা পড়ে আছে।

এ ব্যাপারে ছাঁটাই হওয়া পরিচ্ছন্নতাকর্মী কবির হাওলাদার বলেন, 'চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরা অন্তত দশ দিন ধরে আন্দোলন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে নড়ব না।'

বিষয়টি নিয়ে বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার বলেন, 'আজ দুপুরে আমরা শ্রমিকদের সঙ্গে বসব। দেখি কোনো সমাধান আসে কিনা।'

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

51m ago