জনস্বাস্থ্য প্রকৌশল নেবে অফিস সহায়ক, পদ ৫২

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডে এই পদে ৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন হবে আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন। বয়সসীমা চলতি বছরের ২৮ জানুয়ারি সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩২ বছর।

আজ বুধবার সকাল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের নিয়ম

প্রার্থীকে অনলাইনে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন জমা দিলে পাওয়া যাবে ইউজার আইডি। এরপর ৭২ মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন করতে যা যা লাগবে

  • প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি। ছবির আকার হতে হবে দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৩০০ পিক্সেল। ফাইলসীমা ১০০ কিলোবাইট।
  • স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আকার হতে হবে দৈর্ঘ্য ৩০০ ও প্রস্থ ৮০ পিক্সেল। ফাইলসীমা ৬০ কিলোবাইট।

আবেদন করার পদ্ধতি ও ফি সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

14h ago