ওয়াশিংটনে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ

রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ছবি: এপির সৌজন্যে

ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস ডিপার্টমেন্ট জানিয়েছে, সংঘর্ষের পর উড়োজাহাজটি শহরের পটোম্যাক নদীতে আছড়ে পড়েছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

সিএনএন বলছে, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টারটিতে তিনজন সেনা সদস্য ছিলেন।

মেট্রোপলিটন পুলিশ এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।

এ ঘটনার পর ওই বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

Comments