ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে মেডিকেল অফিসার

শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে দুইজন মেডিকেল অফিসার ও একজন খণ্ডকালীন মেডিকেল অফিসার (সনোলজিস্ট) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেবল বাংলাদেশি নাগরিকরাই এই পদে আবেদন করতে পারবেন।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, মেডিকেল অফিসারের বেতন হবে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

খণ্ডকালীন মেডিকেল অফিসারের (সনোলজিস্ট) বেতন হবে মাসিক মোট ১৫ হাজার টাকা।

মেডিকেল অফিসার পদে আবেদনের যোগ্যতা

  • প্রার্থীকে এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) পাস হতে হবে।
  • বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) স্বীকৃত থাকতে হবে।
  • প্রার্থীর কোনো চিকিৎসা কেন্দ্রে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মেডিকেল অফিসার (সনোলজিস্ট) পদে আবেদনের যোগ্যতা

  • এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি) পাস হতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং আল্ট্রাসনোগ্রামে পোস্ট গ্রাজুয়েট কিংবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
  • বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) স্বীকৃত থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন

নির্ধারিত আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাওয়া যাবে। ফরমের দাম ৫০ টাকা। ৭৫০ টাকা আবেদন ফি রেজিস্ট্রারের অনুকূলে পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষা সনদ ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি আট কপি আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রারের (২০৩ নম্বর কক্ষ) কাছে পৌঁছাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতার সনদপত্র থাকলে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। 
সরকারি বা আধা-সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

12h ago