কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর অভিযোগ

মো. তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ইউনিয়ন যুবদলের এক নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে (৪২) গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। 

পরে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের খোঁজ পায় পরিবারের সদস্যরা।

মৃতের বড় ভাই আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতরাত আড়াইটার দিকে সাদা পোশাকে যৌথবাহিনীর চারজন বাড়ি থেকে আমার ভাইকে আটক করে নিয়ে যায়।'

'আজ দুপুরে থানা থেকে ফোন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিতে বলে। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ পাই,' বলেন তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

হাসপাতালের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, খান এ আলম নামে কেউ আজ দুপুর সাড়ে ১২টার দিকে তৌহিদুল ইসলামকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তৌহিদুলকে মৃত অবস্থায় পায়।

জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'যৌথবাহিনী আমাদের আজ সকাল ১১টায় জানায় যে, গোমতী নদীর পাড়ে ঝাকুনিপাড়ায় একজন আহত অবস্থায় আছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।'

'হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন ওসি।

Comments

The Daily Star  | English

JCD ends Shahbagh protest demanding justice for Shammo

Demonstrators blocked key intersection, sought arrest and trial of accused

18m ago