কোস্টগার্ডের অভিযানে ট্রলার থেকে নাফ নদীতে ঝাঁপ, ১ জনের মৃত্যু

কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপের কাছে নাফ নদীতে কোস্টগার্ডের অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। কোস্টগার্ড জানিয়েছে, ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা যান।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ পরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সাজ্জাদ অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবদুস শাফি (৪৫) শাহ পরীর দ্বীপের সাবরাং ইউনিয়নের দরগারপাড়ার বাসিন্দা।

লেফটেন্যান্ট সাজ্জাদ সাংবাদিকদের বলেন, আজ সকালে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বড় ধরনের মাদকের চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

'এক পর্যায়ে আমরা মিয়ানমারের দিক থেকে জিরো লাইন পার হওয়া একটি সন্দেহজনক ট্রলার চিহ্নিত করে থামতে বলি। তবে ট্রলারে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। তাদের একজন নদীতে ঝাঁপ দেয়,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'পরে কোস্টগার্ড ট্রলারটি জব্দ করে। ট্রলার তল্লাশি করে গোপন কুঠুরি থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ট্রলারের মালিক হেলাল উদ্দিনকে আটক করা হয়।'

মৃত্যুর বিষয়ে লেফটেন্যান্ট সাজ্জাদ বলেন, ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছিল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশাদ আলম কানন বলেন "কোস্ট গার্ড দুপুরের দিকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ডুবে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।'

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করা হবে।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

12h ago