টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ৬ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবাসহ ডাকাতদলের সদস্য ৬ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজারের টেকনাফে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবাসহ ডাকাতদলের সদস্য ৬ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মহিউদ্দিন জামান এসব তথ্য জানান।

আটক ৬ রোহিঙ্গা হলেন, টেকনাফের ঠ্যাংখালি রোহিঙ্গা ক্যাম্পের মো. ইব্রাহিম (২৩), একই ক্যাম্পের মো. আরিফি (৩৩), মো. মাহমুদুর রহমান (১৮), উনচিপ্রাং ক্যাম্পের মো. আমিন (৩৩), একই ক্যাম্পের মো. কানিজ (২৪) ও উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. নবী হোসেন (২৮)।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মহিউদ্দিন জামান বলেন, 'শাহপরী দ্বীপের কাছে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনায় একটি সক্রিয় অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এসময় ১৪ আগ্নেয়াস্ত্র, ৪৮৬ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।'

এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

Comments