সচিব পদে ১১৯ জনসহ ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি

আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, গ্রেড-১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর মধ্যে ১১৯ জনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলতি অর্থবছরে তাদের পাওনার অর্ধেক পরিশোধ করা হবে। 

প্রজ্ঞাপন অনুযায়ী সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্ম-সচিব পদে ৭২ ও উপসচিব পদে চারজন ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা বিধি মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতা, পেনশন সমন্বয়পূর্বক আর্থিক সুবিধা পাবেন। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার ইতিপূর্বে জারিকৃত পিআরএল বা এলপিআর আদেশ বাতিল করেছে সরকার। 

আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে বঞ্চনা নিরসন কমিটি গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন দিয়েছিল।

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

4h ago