‘ডেভিল হান্ট’ অভিযানে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলমান অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।

আজ সোমবার রাজশাহী সফরে গিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, 'দেশে চলমান "ডেভিল হান্ট" অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।'

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের বার্তা পরিষ্কার। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীদের যেন ছাড় না দেওয়া হয়। অপরাধী হলে পুলিশদেরও ছাড় দেওয়া হবে না।'

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তথ্য যাচাই ছাড়া গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।'

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, তদন্ত অব্যাহত রয়েছে এবং সত্য উদঘাটনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় আনতে রাজশাহী সফর করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জেলার পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।

বৈঠকে নিরাপত্তা জোরদার করাসহ অপরাধ দমন এবং আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।

সকাল ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছে উপদেষ্টা কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Comments

The Daily Star  | English
Shahjalal International Airport Terminal-3

Shahjalal International Airport Terminal-3: Operations face further delay

The launch of Dhaka airport’s third terminal faces a further delay, as the Civil Aviation Authority of Bangladesh (CAAB) is still negotiating an operation and maintenance agreement -- a prerequisite for starting services -- with a Japanese consortium.

11h ago