চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্যর চোট নিয়ে শঙ্কা

ছবি: স্টার

গত ডিসেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ডান হাতের তর্জনিতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেই চোট থেকে সেরে উঠে মাঠে ফিরতে তার সময় লেগে যায় পাঁচ মাস। এরপর সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলেন চারটি ম্যাচ। তবে আবার মিলেছে দুঃসংবাদ। সেই একই আঙুলে ফের চোট পেয়েছেন বাঁহাতি ওপেনার।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সোমবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সৌম্যর পাশাপাশি ঘাম ঝরানোতে ব্যস্ত ছিলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও জাকের আলী অনিক। অনুশীলন সেশন চলাকালীন চোট লেগেছে ৩১ বছর বয়সী সৌম্যর হাতে। এতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিছুটা হলেও চিন্তায় পড়েছে টাইগাররা।

ব্যাটিং সেশনে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বল খেলার সময় হাতে আঘাত পান সৌম্য। ব্যথায় কাতর হয়ে তিনি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন মাটিতে। তার হাতে তখন ব্যথানাশক স্প্রে করে দেন দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। কিছুক্ষণ পর হতাশায় মাথায় হাত দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান সৌম্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেলের বিভাগের একটি সূত্র অবশ্য আশ্বস্ত করেছে যে, স্ক্যান করার জন্য সৌম্যকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তার আঙুলে কোনো চিড় ধরা পড়েনি, 'সে ভালো আছে। সে ওই একই আঙুলে আঘাত পেয়েছে, যেখানে সে শেষবার (ওয়েস্ট ইন্ডিজে সফরে) আঘাত পেয়েছিল। তবে এটি গুরুতর কিছু নয়।'

আগের চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলা হয়নি সৌম্যর। বিপিএলের বেশিরভাগ সময়ও তাকে মাঠের বাইরে কাটাতে হয়। ফিরে চার ম্যাচে ১৩৪.৬১ স্ট্রাইক রেটে তিনি করেন ১০৫ রান। সর্বোচ্চ ৭৪ রানের ঝড়ো ইনিংস তিনি খেলেছিলেন মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে। ৪৮ বল মোকাবিলায় তিনি হাঁকান ছয়টি চার ও পাঁচটি ছক্কা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে আগামী বৃহস্পতিবার রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

3h ago