পরিসংখ্যানে ভারত-পাকিস্তানের ওয়ানডে লড়াই

INDIA VS PAKISTAN

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, টানটান লড়াইয়ের আভাস। দুই দলের সমর্থক, গণমাধ্যমের তৈরি করা হাইপের প্রভাব পড়ে খেলাতেও। সাম্প্রতিক সময়ে দ্বি-পাক্ষিক সিরিজ না খেলা রাজনৈতিক বৈরি দুইদেশ বৈশ্বিক আসরে মুখোমুখি হয় নিয়মিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে লড়বে দুই দল।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ভারত প্রথম ম্যাচ জিতে কিছুটা স্বস্তিতে আছে, অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করা পাকিস্তান আছে প্রবল চাপে।

পরিসংখ্যানের আলোয় দুই দলের ওয়ানডে লড়াই:

  • সাম্প্রতিক সময়ে ভারতের কাছে বারবার হারলেও ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পাকিস্তান। ১৩৫ বারের দেখায় তারা জিতেছে ৭৩ম্যাচ, ভারত জিতেছে ৫৭ বার। পাঁচ ম্যাচে কোন ফল হয়নি।
  • দ্বি-পাক্ষিক সিরিজ মিলিয়ে এগিয়ে থাকলেও আইসিসি আসর চিন্তা করলে ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে দুই দলের দেখা হয়েছে ১৩ বার। এরমধ্যে ১০ বারই বিজয়ী হয়েছে ভারত, পাকিস্তান জিতেছে তিনবার। সেই তিনবার আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই আসরে ভারতের জয় দুইবার। তবে বিশ্বকাপ মঞ্চে ভারতের একক আধিপত্য। ওয়ানডে বিশ্বকাপের আসরে ৮বারের দেখায় প্রতিবারই জয়ী দলের নাম ভারত।
  • ২০১০ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে ১৭ ম্যাচ খেলে ১২টি জিতেছে ভারত। ২০১৮ সাল থেকে টানা ছয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের সর্বশেষ দেখায় সুখস্মৃতি আছে পাকিস্তানের। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো পাকিস্তান।
  • দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচবারের দেখায় ভারত জিতেছে তিনবার, পাকিস্তান দুইবার।

রোববার বাংলাদেশ সময় দুপুর ৩টায় নতুন লড়াইয়ে নামবে দুই উপমহাদেশীয় ক্রিকেট পরাশক্তি। 

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

13h ago