আ. লীগ নেতার ভিডিও দিয়ে উপদেষ্টা আসিফের বাবার নামে মিথ্যা প্রচারণা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ক্ষমতার চর্চা দাবিটি মিথ্যা প্রচারণা বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ।
আজ মঙ্গলবার রিউমর স্ক্যানার তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানিয়েছে।
ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মটি বলছে, উপদেষ্টা আসিফের বাবার ক্ষমতা চর্চার দৃশ্য দাবিতে ছড়ানো হলেও ভিডিওটি আওয়ামী লীগ নেতার।
রিউমর স্ক্যানার জানিয়েছে, সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার দৃশ্য দাবিতে ভিডিওটি প্রচার করা হলেও প্রকৃতপক্ষে ভিডিওটি গত বছরের জুনের এবং মারধর করা ব্যক্তি হলেন ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার।
Comments