বাড়িতে আগুন পরিকল্পিত দাবি কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুনে পুড়ে গেছে। আগুনের ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন কাফি।
আজ বুধবার সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে নুরুজ্জামান কাফি সাংবাদিকদের জানান, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার অভিযানে তিনিও ছিলেন। তার দাবি এ কারণে প্রতিশোধ নিতে তার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে ঘর পুননির্মাণ ও জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
আজ ভোররাত আড়াইটার দিকে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এসময় নুরুজ্জামান কাফির মা-বাবাসহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যে থাকলেও তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেরেছেন।
ফায়ার সার্ভিস জানায়, কলাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাফির বাবা এবিএম হাবিবুর রহমান অভিযোগ করেন, বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয়।
খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। ভুক্তভোগীরা দাবি করেছেন, তাদের বাড়ির দরজা কে বা কারা বাইরে থেকে আটকে দিয়েছিল, বিষয়টি সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে করছেন তারা।'
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, 'খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
Comments