জাতীয় নির্বাচনের জন্য ২ হাজার ৮০০ কোটি টাকা চেয়েছে ইসি

জাতীয় বাজেট ২৩-২৪
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন প্রায় ৫ হাজার ৯২১ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, মোট বরাদ্দের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ টাকা জাতীয় নির্বাচনের জন্য ব্যয় করা যেতে পারে।

তিন অর্থবছরের মধ্যবর্তী বাজেট প্রাক্কলন থেকে ইসির চাহিদাপত্রটি পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Not satisfied at all, Fakhrul says after meeting Yunus

"The chief adviser said he wants to hold the election between December and June"

3h ago