যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে, তাদের ভোট এ দেশে হবে না: হাবিব উন নবী খান

শেখ হাসিনা গত ১৫ বছরে এরশাদ, হিটলার, মুসোলিনি সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন—মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, 'যারা মানুষের ভোটাধিকার ধ্বংস করেছে, তাদের কোনো ভোট এ দেশে হবে না।'
তিনি আরও বলেন, 'আমরা সুষ্ঠু নির্বাচনের দাবি করেছিলাম, সরকার যদি তা মানতো, তবে এই পরিণতি হতো না।'
আজ বুধবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ময়দানে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোহেল বলেন, 'বিএনপিকে দুর্বল ভাববেন না, আমরা বহু প্রতিকূলতা মোকাবিলা করেও টিকে আছি। যারা আমাদের নিয়ে ভিন্ন চিন্তা করছেন, তারা হাত দিয়ে পাহাড় ঠেলার চেষ্টা করবেন না। জনগণ কখনো ভোট দিতে ভুল করে না। ওপারের দাদাবাবুরা আমাদের ক্ষমতায় বসাবে না। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের ভোটের অভাব হবে না।'
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম। দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সভাপতিত্ব করেন আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
সূত্র মতে, ছয় বছর পর অনুষ্ঠিত হলো উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে আজিম উদ্দিন আহমেদকে সভাপতি ও ফরিদুল কবির তালুকদার শামীমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
Comments