দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮

নয়াদিল্লি, পদদলিত, রেলওয়ে স্টেশন, নরেন্দ্র মোদী,
নয়াদিল্লি রেলস্টেশনে ট্রেন ধরার জন্য যাত্রীদের ভিড়। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লোক নায়ক জয় প্রকাশ (এলএনজেপি) হাসপাতালের চিফ ক্যাজুয়ালটি মেডিক্যাল অফিসার জানিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ দ্য হিন্দুকে বলেন, পদদলিত হওয়ার কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, মহা কুম্ভ উপলক্ষে প্রয়াগরাজগামী দুটি ট্রেন বাতিল করায় দুটি প্ল্যাটফর্মে ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'নয়াদিল্লি রেল স্টেশনে পদদলিত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। যারা পদদলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবাইকে কর্তৃপক্ষ সহায়তা করছে।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago