সাতক্ষীরায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন কনস্টেবল অনুপম ঘোষ (২৬)।
আজ রোববার ভোর ৪ টার দিকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনুপম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তিনি ও তার স্ত্রী সাতক্ষীরা শহরের রসুলপুরে একটি ভাড়া বাড়িতে গত ৫-৬ মাস ধরে থাকতেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মহসিন আলী জানান, অনুপম কুমার শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ লাইনের ভেতরে ম্যাগাজিন গার্ড হিসেবে কর্তব্য শেষ করে ভাড়া বাসায় ফিরে যান। পরে তার স্ত্রী গলায় গামছা পেঁচানো অবস্থায় অনুপমকে দেখতে পান। পুলিশ লাইনের অন্যদের খবর দিলে ভোর ৪টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আক্তার মাহমুদ জানান, কনস্টেবল অনুপম ঘোষকে সহকারী উপপরিদর্শক জাহিদ হোসেন আজ রোববার ভোর ৪টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতলে নিয়ে আসার অনেক আগেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক বলেন, অনুপম ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে জানতে পেরেছি।
Comments