‘বিতর্কিত’ কর্মকাণ্ডের অভিযোগ, সুনামগঞ্জের এসপি প্রত্যাহার

এএফএম আনোয়ার হোসেন খান। ছবি: সংগৃহীত

বেশ কিছু 'বিতর্কিত' কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএফএম আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে পুলিশ সুপারকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব হস্তান্তর করে পুলিশ সদরদপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের এক নেতার সঙ্গে পুলিশ সুপার আনোয়ার দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য এসএম মাসুম আহমদ ও আরও কয়েকজন এসপির সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেসময় এসপির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে এসপি তাদের ধমক দিয়ে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।

গতকাল রোববার আরেকটি জাতীয় দৈনিক 'সুনামগঞ্জে এসপির ঘুসের হাট' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এসপি আনোয়ার জেলা বিএনপির নেতা ও অন্যান্য ওসিদের সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন।

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

7h ago