চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশের ইনিংস যেন ডট, ডট, ডট

Najmul Hossain Shanto

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডট। ধারাভাষ্যকক্ষে বিদেশি সাবেক ক্রিকেটারদের মধ্যে অতিরিক্ত ডটের প্রসঙ্গে চলেছে বিস্তর আলাপ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেন টাইগারদের অতিরিক্ত ডট দেওয়া নিয়ে করেছেন সমালোচনা।

সোমবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৬ রান করেছে বাংলাদেশ। ইনিংসের প্রায় পুরোটাই এগিয়েছে শম্বুক গতিতে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ এমন ব্যাটিং পারফরম্যান্সের উপযুক্ত বর্ণনা দিয়েছেন এভাবে- প্রথম গিয়ার থেকে ফিফথ গিয়ার! স্ট্রাইক বদল করতে ব্যর্থ হয়ে টানা ডট, এরপর বড় শট খেলতে গিয়ে বিদায়।

বাংলাদেশ শেষমেশ ইনিংসের সমাপ্তি টেনেছে ১৮১টি ডট দিয়ে! (এরমধ্যে ছিলো তিনটি লেগ বাই) চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর কোন ইনিংসে এত বেশি ডট দেখা যায়নি। পাওয়ারপ্লেতে ৪১টি বলে রান বের করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। মাঝের ওভারের খেলা গড়তেই হয় যেখানে নিয়মিত স্ট্রাইক বদলের মাধ্যমে, সেখানে ১৮০ বলের মধ্যে ১১০টি ডট দিয়েছেন টাইগাররা। ১১তম ওভার থেকে ৪০ ওভার পর্যন্ত, এই সময়ে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান এসেছে। শেষ দশ ওভারে ৩০ ডট দিয়ে ৬৪ রানে এনেছে বাংলাদেশ।

এদিন মাইকেল ব্রেসওয়েলের মতো অফ স্পিনারের উপর বাংলাদেশ কোন চাপ প্রয়োগ করেনি। নিজের পুরো ১০ ওভার তিনি করে গেছেন টানা। ডট দিয়েছেন ৪৩টি। তার বোলিংয়ে ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলটি মিচেল স্যান্টনারের বাঁহাতি স্পিনে দিয়েছে ৩১ ডট। ডানহাতি পেসার কাইল জেমিসনের বোলিংয়েও সমান সংখ্যক ডট এসেছে। উইলিয়াম ও'রর্কের সামনে ১০ ওভারের ৪২ বল রান ছাড়া পার করেছে বাংলাদেশ।

ম্যাট হেনরি ৯ ওভারে ৫৭ রানে পেয়েছেন ১ উইকেট। ডানহাতি এই পেসার ২৯ বলে কোন রান খরচ করেননি। গ্লেন ফিলিপস দুই ওভার করে ডট দিয়েছেন পাঁচটি।

অতিরিক্ত ডট নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজেও বাংলাদেশকে ভুগিয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা। ক্যারিবিয়ানে বাংলাদেশি ব্যাটাররা প্রত্যেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের থেকে বেশি বল ডট দিয়েছিলেন। তিনটি ম্যাচেই বাংলাদেশের ডট পার্সেন্টেজ ছিল পঞ্চাশের উপরে।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

Pakistan's military said earlier that the prime minister had called on the authority to meet. The information minister did not respond immediately to a request for comment.

1h ago