নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমান্ডে পলক

নারায়ণগঞ্জ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুনাইদ আহমেদ পলক, রিমান্ড,
জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত৷

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে রিমান্ড শুনানি হয়।'

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর থানায় একটি ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের কার দুটি মামলায় ১৯ দিনের রিমান্ড আবেদন করা হয়৷ শুনানি শেষে আদালত তিনটি মামলায় চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷ শুনানির সময় জুনাইদ আহমেদ পলক আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন৷ পরদিন তিনি মারা যান৷

৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের আগে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে ২১ জুলাই শিমরাইল এলাকায় গুলিতে মারা যান আহসান কবির শরীফ৷

আওয়ামী সরকারের পতনের পর এসব ঘটনায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়৷ প্রতিটি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের আসামি করা হয়৷

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago