চ্যাম্পিয়ন্স ট্রফি

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়েও শঙ্কা

ছবি: স্টার

ইসলামাবাদ এবং এর যমজ শহর রাওয়ালপিন্ডির আবহাওয়া গত ১২ ঘণ্টায় হঠাৎ করেই অনেক বদলে গেছে। মঙ্গলবার সকাল থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। পাকিস্তানের রাজধানীর চারপাশে ঘিরে আছে কালো মেঘ। এই প্রতিকূল অবস্থায় 'বি' গ্রুপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বিলম্বিত হচ্ছে। এমন আবহাওয়া চলতে পারে পুরো সপ্তাহ জুড়ে, তাতে শঙ্কায় পড়বে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল জানানো হয়েছিল যে, এই সপ্তাহে শহরটিতে বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেদিনই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

বাংলাদেশে শীতের শেষে বসন্ত দেখা দিল ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পরিস্থিতি ভিন্ন। সেখানে এখনো শীতের বেশ দাপট। গত কয়েক সপ্তাহে, শহরটিতে দিনের বেলায় ২২-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যেখানে রাতের তাপমাত্রা ১১-১৪ ডিগ্রিতে নেমে আসে। তবে আজ সকাল থেকে দিনের তাপমাত্রা অনেক কমে গেছে এবং বর্তমানে এখানে ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ঘন কালো মেঘ শহরের উপর ভাসছে।

রাওয়ালপিন্ডি চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি-এর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচও আয়োজন করছে। এই আবহাওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলমান থাকায় মাঠ ঢাকা আছে কাভারে। বৃষ্টিতে এই ম্যাচ ভেসে গেলে 'বি' গ্রুপের হিসেব নিকেশ অনেক জটিল হয়ে যেতে পারে। 

এদিকে নিউজিল্যান্ডের কাছে আগের রাতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দলের আজ কোনো অনুশীলনের সূচি নেই। বিশ্রামের দিনে কঠোর নিরাপত্তার মধ্যে টিম হোটেলে সময় কাটাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। দুবাইতে ভারতের কাছে তাদের দ্বিতীয় ম্যাচে হেরে পাকিস্তান ক্রিকেট দল গতকাল শহরে পৌঁছেছে। বাংলাদেশ ও পাকিস্তান এখন হতাশার মাঝে এখন অপেক্ষায় নিয়মরক্ষার ম্যাচের।

Comments

The Daily Star  | English

Curfew extended in Gopalganj indefinitely

It will be relaxed for three hours between 11am and 2pm

1h ago