চোরকে চিনে ফেলায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালী সদর উপজেলায় নিজ ঘরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রাতে চুরির উদ্দেশে ঘরে ঢোকা চোরকে চিনে ফেলায় গৃহবধূকে হত্যা করা হয়।

উপজেলার বিনোদপুর ইউনিয়নে সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তাছলিমা আক্তার রোজি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের বসিন্দা ছিলেন।

তাকে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম বলেন, চুরি করতে যাওয়ার পর চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই নারীকে হত্যা করেন একই গ্রামের তারেক। 

হত্যাকাণ্ডের ৩০ মিনিটের মধ্যে তাকে আটক করা হয়ে বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারেক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Comments

The Daily Star  | English

National charter can lead to state reform: Prof Ali Riaz

Vice-Chairman of the National Consensus Commission, Prof Ali Riaz, today said that by resolving differences through dialogue and reaching consensus where possible, a national charter can be formulated.."Through this charter, the nation can move toward the long-desired goal of state reform,

6m ago