চীনা কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের বৈঠক

ছবি: সংগৃহীত

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেছে দেশটিতে সফররত বাংলাদেশি প্রতিনিধিদল। 

আজ বুধবার আইডিসিপিসি ভবনে এই বৈঠক হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।

তারা জানান, এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সহযোগিতা বৃদ্ধি করা।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত সোমবার দেশটিতে যান বিএনপিসহ আটটি রাজনৈতিক দলের নেতারা। এই সফরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির চার নেতা ও সাংবাদিকরাও রয়েছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ২২ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।

Comments

The Daily Star  | English

The price of unchecked protest politics

Under the guise of “mob justice,” various groups, including students, have taken the law into their own hands.

53m ago