র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা ত্রিশে তাসকিন, উন্নতি জাকের-হৃদয়ের

বাংলাদেশের আরেকটি ব্যর্থ আইসিসি ইভেন্টে যা আলো ছড়িয়েছে, তার বেশিরভাগ তাসকিন আহমেদের বোলিংয়ে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্সের সুফল তিনি পাচ্ছেন র‍্যাঙ্কিংয়ে। প্রথমবার ওয়ানডে সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছেন সেরা ত্রিশে। তার সঙ্গে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলীর।

১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে তাসকিন বোলারদের র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৩৩ নাম্বারে উঠে এসেছিলেন ২০২২ সালে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে এসেছেন ৩০ নাম্বারে। ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে তিনি এখন আছেন ৫২৮ রেটিং নিয়ে।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৩৬ রানে ১ উইকেট নিয়েছেন তাসকিন। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ ওভারে ২৮ রানে শিকার করেছেন সমান উইকেট।

বুধবার হালনাগাদকৃত বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাসকিনের সঙ্গে ৩০ নাম্বারে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি এই অলরাউন্ডার যদিও পিছিয়েছেন ৪ ধাপ। মোস্তাফিজুর রহমানের অবস্থানে পরিবর্তন আসেনি। বাঁহাতি এই পেসার আছেন ৩৬ নাম্বারে।

৫০ ওভারের ক্রিকেটে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জাকের আলী (৯৪)। ৬৪ ধাপ এগিয়ে তিনি প্রথমবারের মতো ঢুকে গেছেন একশর ভেতরে। ভারতের বিপক্ষে ৬৪ রানের পর নিউজিল্যান্ডের সঙ্গে ৪৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

ব্যাট হাতে সফল ব্যাটারদের আরেকজন তাওহিদ হৃদয়। ভারতীয়দের বিপক্ষে পাওয়া সেঞ্চুরি তাকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে ১৮ ধাপ। তার অবস্থান এখন ৬৪ নাম্বারে।

বাংলাদেশের আর কোন ব্যাটারের র‍্যাঙ্কিংয়ে উন্নতি আসেনি। দুই ধাপ পিছিয়ে ২৭ নাম্বারে আছেন নাজমুল হাসান শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের ৭ ধাপ অবনতি ঘটেছে। অভিজ্ঞ রিয়াদের অবস্থান ৪৩ নাম্বারে, অলরাউন্ডার মিরাজ আছেন ৭৫ নাম্বারে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকুর রহিমের অবস্থান ৪২ নাম্বারে।     

ওয়ানডে সংস্করণে ব্যাটারদের আইসিসি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন শুবমান গিল। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে সেরা পাঁচে ফিরেছেন বিরাট কোহলি। বোলারদের বেলায় প্রথম তিনে আসেনি কোন পরিবর্তন। শীর্ষস্থানে থাকা মাহিশ থিকশানার পেছনে রয়েছেন রশিদ খান ও কুলদীপ যাদব।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago