নেই রোহিত, কিউইদের বিপক্ষে ভারতের নেতৃত্বে শুবমান!

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী রোববার (২ মার্চ) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শেষ গ্রুপ ম্যাচে ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে শুবমান গিলের। সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট সেই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় গ্রুপ-পর্বের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রোহিত। ২৬তম ওভারের শেষে মাঠ ছাড়েন তিনি। তখন সহ-অধিনায়ক শুবমান কিছু সময়ের জন্য দলের নেতৃত্ব দেন। পরে রোহিত মাঠে ফিরলেও তাকে পুরোপুরি ফিট মনে হচ্ছিল না।

এদিকে, ভারতের অনুশীলনে রোহিত ব্যাটিং করেননি, যা তার ইনজুরি নিয়ে উদ্বেগ বাড়িয়ে দেয়। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, বুধবার ভারতের কঠোর অনুশীলন সেশনের সময় তিনি একমাত্র ব্যাটার ছিলেন যিনি নেটে ব্যাট করেননি এবং থ্রোডাউনও নেননি। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ কৌশল নিয়ে আলোচনা করেন তিনি। ছোট্ট একটি স্প্রিন্ট দিয়েছিলেন, যা তার ইনজুরি গুরুতর নয় বলে ইঙ্গিত দেয়, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি উভয় দলের জন্যই তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, কারণ ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দলদুটি। গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করাই একমাত্র প্রেরণা। তবে ভারতীয় দলের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেমিফাইনালের আগে মাত্র একদিনের বিরতি থাকায় পুরো দলকে তরতাজা পাওয়া। তাই রোহিতকে বিশ্রাম দেওয়া হতে পারে।

জানা গেছে যদি রোহিত শর্মা বিশ্রামে যান, তাহলে তার পরিবর্তে দলে ঢুকতে পারেন রিশাভ পান্ত কিংবা ওয়াশিংটন সুন্দার। বুধবারের নেট সেশনে দুজনই দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন, যা ইঙ্গিত দেয় যে তারা একাদশে জায়গা পেতে পারেন। এবার ভারতের দলে কোনো ব্যাকআপ ওপেনার নেই। বিকল্প হিসেবে লোকেশ রাহুলকে ওপেনিংয়ে পাঠানো হতে পারে। তবে পান্তও সংক্ষিপ্ত সংস্করণে ওপেনিং করার অভিজ্ঞতা রাখেন এবং রোহিতের মতো পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন।

উল্লেখ্য, শুবমানের নেতৃত্বগুণ প্রথম নজরে আসে ২০২৪ আইপিএলে। সে বছর গুজরাট টাইটান্স তাকে অধিনায়ক ঘোষণা করে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তরুণ ভারতীয় দলকে নেতৃত্ব দেন, যেখানে ভারত ৪-১ ব্যবধানে জয় লাভ করে।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

7h ago