কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রাম সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামিউল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বরাত দিয়ে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যুবকের নাম আল-আমিন (৩২)। তিনি দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ইউএনও জানান, শুক্রবার রাতে আল-আমিনকে পুটিয়া সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। বিএসএফ তাকে চোরাচালানকারী সন্দেহে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বকর বলেন, 'শুক্রবার রাতে আল-আমিনকে লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। পরে আহত অবস্থায় তাকে ভারতের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।'

বিএসএফ এখনো নিহত আল-আমিনের মরদেহ ফেরত দেয়নি বলেও জানান আবু বকর।

তিনি বলেন, 'বিজিবির সিনিয়র কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আজ বিজিবি ও বিএসএফের কমান্ডিং অফিসারদের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।'

Comments

The Daily Star  | English

JCD ends Shahbagh protest demanding justice for Shammo

Demonstrators blocked key intersection, sought arrest and trial of accused

48m ago