পতেঙ্গায় গাজা সেবনে বাধা দেওয়ায় পুলিশকে মারধর, আটক ২

ctg_map_ds
স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সমুদ্র সৈকত এলাকায় কয়েকজন যুবককে গাজা সেবনে বাধা দেওয়ায় টহল পুলিশের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে।

কর্তব্যরত ওই পুলিশ কর্মকর্তার মোবাইল, মানিব্যাগ ও ওয়ারলেস সেটসহ ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও তাকে মারধরের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন—পাবনার দোগাছী এলাকার তাফসির ইমাম (২৫) ও সাইমুন (২৭)।

পুলিশ সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পতেঙ্গার চরপাড়া ঘাট এলাকায় দায়িত্ব পালনকালে উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী দেখতে পান, কয়েকজন যুবক বসে গাজা সেবন করছে। এসআই ইউসুফ জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ভুল স্বীকার করে এবং ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এর কিছুক্ষণ পরে ওই যুবকরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসে এবং এসআই ইউসুফকে ঘিরে ধরে তার পরিচয়পত্র দেখতে চায়। একপর্যায়ে তারা এসআই ইউসুফকে 'ভুয়া পুলিশ' আখ্যা দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার ওয়াকিটকি সেট, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

বন্দর জোনের উপ পুলিশ কমিশনার বদরুল আলম মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা সেখানে আরও অনেককে জড়ো ওই পুলিশ কর্মকর্তাকে ভুয়া পুলিশ বলে আক্রমণ করেছে। স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা হামলাকারীদের সেখানেই আটক করে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং ছোট ছোড়া উদ্ধার করা হয়েছে।'

এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

54m ago