অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ সোমবার গণমাধ্যমকে জানান, গতকাল সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন ছিল, সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন যাবত খারাপ লাগছিল। গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শায়রুল কবির জানান, আজ অনেকটা সুস্থ অনুভব করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ও অনুরোধ করেছেন হাসপাতালে দেখতে যাওয়ার জন্য কেউ যেন অযথা ভিড় না করেন।

Comments

The Daily Star  | English

Magura rape case: Charge sheet submitted against 4

Police filed the charge sheet with the court at 9:10pm

54m ago