চট্টগ্রামে গ্রামবাসীর গণপিটুনিতে ২ ‘ডাকাত’ নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় 'ডাকাতি' করতে এসে গ্রামবাসীর গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এলাকাবাসীর ধাওয়ায় সন্দেহভাজন ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলোপাথাড়ি গুলি চালালে পাঁচজন গুলিবিদ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারাবির নামাজ চলাকালে সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন বন্দুকধারী ডাকাত একটি বাড়িতে আসে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে তারা এলোপাথাড়ি গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।'
তিনি বলেন, 'এ সময় অটোরিকশা থেকে দুজনকে আটকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ পাঁচ গ্রামবাসীকে নিকটবর্তী বাশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।'
'ঘটনা শুনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি,' যোগ করেন তিনি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিরাপত্তাবাহিনী আমাকে জানিয়েছে, একটি দল ডাকাতি করতে এলে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে প্রচার করলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে দুইজনকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আমি সেখানে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।'
Comments