চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ

ছবি: স্টার

চট্টগ্রামে খুচরা পর্যায়ে সয়াবিন তেলের (খোলা) দাম প্রতি লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। অবিলম্বে নতুন এই দাম কার্যকর হবে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন।

সভায় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিশেষত ভোজ্যতেল আমদানিকারকরা উপস্থিত ছিলেন।

'আজ (মঙ্গলবার) থেকে খোলা সয়াবিন তেল খুচরা বাজারে প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হবে,' সভায় বলেন শাহাদাত। তিনি আরও বলেন, বেশি দামে তেল বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতির বিষয়টি পর্যবেক্ষণ করতে গতকাল সোমবার দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়েছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম ও শাহাদাত হোসেন।

পরিদর্শন শেষে তারা তেল উৎপাদনকারী, আমদানিকারক এবং ব্যবসায়ীদের নিয়ে সভা আহ্বান করেন। মঙ্গলবারের সভায় আমদানিকারক থেকে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সবার মতামতের ভিত্তিতে খোলা তেলের দাম নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকরা খোলা সয়াবিন তেল ১৫৩ টাকা, ডিলাররা ১৫৫ টাকা ও খুচরা বিক্রেতারা ১৬০ টাকা প্রতি লিটার দরে বিক্রি করবেন। মঙ্গলবার থেকে এটি কার্যকর হবে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। যেকোনো পর্যায়ে যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করেন, তাহলে বিশেষ টাস্কফোর্স কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছিল উল্লেখ করে শাহাদাত আরও বলেন, 'ভোজ্যতেলকে অগ্রাধিকার দিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। কেউ যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেন, তাহলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

'বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতির সুযোগ নিয়ে অনেকেই খোলা তেল বেশি দামে বিক্রি করছেন। তাই, আমদানিকারক এবং পাইকারদের সঙ্গে আলোচনা করে আজ এই দাম নির্ধারণ করা হয়েছে,' যোগ করেন তিনি।

শাহাদাত জানান, জেলা প্রশাসনের পাশাপাশি সিটি করপোরেশনও বাজার তদারকি করবে।

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

4h ago