চ্যাম্পিয়ন্স ট্রফি

আমি জানি না, এসব বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

ছবি: এএফপি

গুরুত্বপূর্ণ মঞ্চে রান তাড়ায় আরও একবার জ্বলে উঠলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সময়ের অন্যতম সেরা ব্যাটার খেললেন দুর্দান্ত ইনিংস। তার ব্যাটে চড়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল ভারত। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলির কাছে প্রশ্ন যায়, ওয়ানডেতে এখন তিনি নিজের সেরা ছন্দে আছেন কিনা?

৩৬ বছর বয়সী ক্রিকেটারের জবাব, এসব বিষয়ে নজর থাকে না তার। দলগত প্রাপ্তিই তার আকাঙ্ক্ষা, 'আমি জানি না, এসব বিশ্লেষণ করা আপনাদের কাজ। আমি কখনও এসব ব্যাপারে মনোযোগ দিইনি। আপনি যদি এসব মাইলফলক নিয়ে না ভাবেন, তাহলে এগুলো আসলে জয়ের পথে হয়ে যায়। আমার কাছে, পুরো বিষয়টা হলো সন্তুষ্টির এবং দলের জন্য কাঙ্ক্ষিত ফল অর্জনের।'

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অজিদের ৪ উইকেটে হারিয়েছে ভারতীয়রা। ২৬৫ রানের লক্ষ্য তারা মিলিয়ে ফেলে ১১ বল বাকি থাকতে। কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ৭৪তম হাফসেঞ্চুরির স্বাদ নিয়ে করেন ৮৪ রান। তিনে নেমে ৯৮ বল মোকাবিলায় পাঁচটি চার মারেন তিনি। ৮৫.৭১ স্ট্রাইক রেটে রান তুললেও কোহলির ইনিংসে বাউন্ডারি হাতেগোনা। কারণ, বেশিরভাগ রান তিনি আনেন সিঙ্গেল আর ডাবল নিয়ে। অ্যাডাম জ্যাম্পার বলে বড় শট খেলার চেষ্টায় তাকে থামতে হয় লংঅনে বেন ডোয়ারশিসের তালুবন্দি হয়ে।

সেঞ্চুরি না পাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই কোহলির। পাশাপাশি মনে করিয়ে দেন, সাফল্যের ধারা বজায় রাখতে পরিশ্রম চালিয়ে যেতে হবে, 'যদি আমি তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারি, তাহলে দারুণ। আর সেটা না পারলেও এরকম রাতে জয়ের পর ড্রেসিং রুম থাকে আনন্দময়। আপনাকে সেখানে ফিরে যেতে হবে, বাইরে যা ঘটেছিল তার জন্য কৃতজ্ঞ বোধ করতে হবে। তারপর মাথা ঝুঁকিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। আমি আমার ক্যারিয়ারজুড়ে এটাই করে এসেছি।'

সেমিফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া তারকা যোগ করেন, 'আমার কাছে এই জিনিসগুলো এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে, পুরো বিষয়টা হলো কেবল সামনে এগিয়ে যাওয়া এবং দলের জন্য প্রত্যাশিত ফল আনার প্রত্যাশা করা।'

লক্ষ্য তাড়ায় ভারতের জয়ের ক্ষেত্রে এটি ছিল কোহলির ১০০তম ইনিংস। তিনি পান ৫০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা। এর মধ্যে সেঞ্চুরি ২৪টি, হাফসেঞ্চুরি ২৬টি। সফল রান তাড়ায় তার ব্যাট থেকে এসেছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫৯৯৭ রান। এই পর্যায়ে কোহলির গড়ও অতিমানবীয়— ৮৯.৫০। সব মিলিয়ে লক্ষ্য তাড়ায় ১৫৯ ইনিংসে তিনি করেছেন ৬৪.৫০ গড়ে ৮০৬৩ রান।

Comments

The Daily Star  | English

Election Roadmap: BNP unhappy as Yunus gives no specific timeline

The election must be held by December, as any delay could cause the situation to spiral out of control, the BNP said after a meeting with the chief adviser yesterday.

7h ago