ককটেল ফাটিয়ে, কুপিয়ে স্বর্ণ লুট: সাভারের সেই ব্যবসায়ী মারা গেছেন

নিহত স্বর্ণ ব্যবসায়ী দিলীপের পরিবারের সদস্যদের হাসপাতালে আহাজারি | ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার

ঢাকার সাভারে দুর্বৃত্তের হামলায় আহত সেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস (৪৭) মারা গেছেন। রোববার রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ৯টার দিকে সাভারের নয়ারহাট বাজারে স্বর্ণপট্টিতে দুর্বৃত্তের হামলায় দিলীপ গুরুতর আহত হন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুর রায়হান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দিলীপের বুক, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়েছে। আমরা চিকিৎসা শুরু করেছিলাম, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।'

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকারে তিনজন অস্ত্রধারী স্বর্ণপট্টিতে ঢুকে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। দিলীপ স্বর্ণালয়ের স্বত্বাধিকারী সে সময় দোকান বন্ধ করছিলেন। স্বর্ণের ব্যাগটি তার হাতে ছিল। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে কাকটেল ফাটাতে ফাটাতে প্রাইভেটকারে চেপে চলে যায়।

দিলীপের স্ত্রী সরস্বতী দাস জানান, ওই ব্যাগে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত স্বর্ণ ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। প্রয়োজনীয় তথ্য নিচ্ছি, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
new industrial gas price hike

New industrial, captive gas users to pay 33% more

From now on, new industrial connections will be charged Tk 40 per cubic metre

2h ago