চিকিৎসকের জন্য জিততে চায় বার্সেলোনা

দুদিন আগেই পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন বার্সেলোনার কোচিং স্টাফের সদস্য ও ক্লাবের চিকিৎসক কার্লেস মিনারো। তার মৃত্যুতে পুরো ক্লাবই শোকাচ্ছন্ন। লা লিগায় সবশেষ ম্যাচটি পিছিয়ে দেওয়া হলেও নামতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। বেনফিকার বিপক্ষে সেই ম্যাচে মিনারোর জন্য জিততে চায় দলটি।
চ্যাম্পিয়ন্স লিগের বেনফিকার বিপক্ষে ফিরতি ম্যাচের আগে কঠিন এক সংবাদ সম্মেলনের মুখোমুখি হতে হয়েছে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিককে। এটি শুধু তার বার্সেলোনায় আসার পর সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলনগুলোর একটি নয়, বরং তার পুরো কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্তও বটে। কারণ, মিনারোর মৃত্যুর শোকে স্তব্ধ পুরো দল।
এই দুঃখজনক ঘটনার কারণে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ স্থগিত করা হয়। তবে সংবাদ সম্মেলনে ফ্লিক মাত্র দু'বার এ বিষয়ে কথা বলেছেন, 'আমি মনে করি, দল এই পরিস্থিতি ভালোভাবে সামাল দিচ্ছে। আমরা ম্যাচের প্রতি সম্পূর্ণ মনোযোগী।'
খেলোয়াড়দের মানসিক অবস্থার বিষয়ে তিনি ব্যাখ্যা করেন, 'ক্লাব প্রেসিডেন্টও ড্রেসিং রুমে কিছু বলেছেন, তিনি রবিবার কথা বলেছেন এবং আমি গতকাল দলের সঙ্গে কথা বলেছি। এটি বিশাল এক ক্ষতি। তিনি শুধু অসাধারণ একজন চিকিৎসকই ছিলেন না, বরং দারুণ একজন মানুষও ছিলেন। দল ও ক্লাবের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। আমরা তাকে খুব মিস করব। তবে কখনো কখনো জীবন এমনই।'
ফ্লিক আরও যোগ করে বলেন, 'আমরা তার জন্য খেলতে চাই। এই পরিস্থিতিতে তার জন্য জয় খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রস্তুত আছি। আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমাদের কাজ। ক্লাবের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, আর আমরা ভালো করতে চাই।'
এদিন সংবাদ সম্মেলনের শুরুতেই মিনারোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Comments