আইপিএল

গতিময় পেসারকে দলে রেখে এবারও হতাশ হচ্ছে লক্ষ্ণৌ 

Mayank Yadav

আগমনে গতির ঝড় তুলে সাড়া ফেলে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। কিন্তু দ্রুতই চোটে পড়ে যাওয়ায় তাকে খুব বেশি দেখার সুযোগ পায়নি ক্রিকেটবিশ্ব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চার ম্যাচ খেলা এই পেসারকে রিটেইন করেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এবার ২০২৫ আইপিএলের প্রথম অংশে তাকে পাচ্ছে না ফ্র‍্যাঞ্চাইজিটি।

২০২৪ আইপিএলে নিজের প্রথম দুই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন মায়াঙ্ক। এরপর গতবছরের আসরটিতে আর মাত্র দুটি ম্যাচ মাঠে নামতে পেরেছিলেন তিনি। ৪ ম্যাচে ৬.৯৮ ইকোনমিতে বোলিং করে তার ঝুলিতে ছিল ৭ উইকেট। আইপিএলের সময় পাওয়া ইনজুরি কাটিয়ে ডানহাতি এই পেসার পরবর্তীতে ভারতের জার্সি গায়ে জড়ান অক্টোবরে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক সিরিজে তিন ম্যাচ খেলার পর আবার পড়ে যান চোটে। 

সেই চোট তার এখনো সেরে উঠেনি। ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন আইপিএলের অর্ধেক শেষ হওয়ার আগে তিনি ফিরতে পারবেন না। বাকি অংশে পাওয়াটা নিশ্চিত না হলেও তাকে পাওয়ার আশা করছে লক্ষ্ণৌ ফ্র‍্যাঞ্চাইজি। গতবছর ২০ লাখ রুপিতে ২২ বছর বয়সী এই পেসারকে দলে ভিড়িয়েছিল তারা। এবার বড় নিলামের আগে তাকে ধরে রাখা হয় ১১ কোটি রুপিতে। 

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ছয়জন রিটেইন করা খেলোয়াড়ের মধ্যে একজন হচ্ছেন মায়াঙ্ক। তাদের পরিকল্পনার বড় অংশ জুড়ে রয়েছেন তিনি। দলটির টিম ডিরেক্টর সাবেক ভারতীয় পেসার জহির খান বলেন, 'আমরা তাকে (২০২৫ আইপিএলে) পাওয়ার ব্যাপারে যতটা আগ্রহী, তাকে আমরা শুধু শতভাগ ফিট নয়, ১৫০ শতাংশ ফিট চাই। আমরা তাকে সেরকম পাওয়ার জন্য যা কিছু সম্ভব করবো।'

নতুন অধিনায়কের নেতৃত্বে চলতি বছরের আইপিএল খেলবে লক্ষ্ণৌ। ঋষভ পান্তের অধিনায়কত্বে দলটি প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ২৪ মার্চ। প্রতিপক্ষ পান্তের পুরোনো দল দিল্লি ক্যাপিটালস।
 

Comments

The Daily Star  | English

Groundwater crisis deepens in coastal Chattogram

Tube wells run dry as salinity and iron contamination rise far above safe limits, leaving residents struggling for drinkable water

1h ago