ইয়ামালের উচ্ছ্বসিত প্রশংসায় বার্সা কোচ

মাঠে দারুণ পারফর্ম করলেও অনেক দিন থেকেই গোল পাচ্ছিলেন না লামিন ইয়ামাল। বেনফিকার বিপক্ষে জাদুকরী এক গোল তো করেছেনই, সঙ্গে করেছেন দারুণ এক অ্যাসিস্টও। পুরো ম্যাচে সেরা পারফরমারই ছিলেন এই তরুণ। কোচের কাছ থেকেও কুঁড়িয়ে নিয়েছেন উচ্ছ্বসিত প্রশংসা।

মন্টজুইকে বেনফিকাকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। প্রথম লেগে দা লুজে ১-০ ব্যবধানে পাওয়া জয়কে কাজে লাগিয়ে  সম্মিলিতভাবে ৪-১ ব্যবধানে প্রতিপক্ষকে হারায় দলটি। বার্সার আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ হ্যান্সি ফ্লিক। 

'আমরা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি, আমি মনে করি আমরা সত্যিই ভালো করেছি। আরও কয়েকটি গোল করতে পারতাম, তবে আমি সন্তুষ্ট,' বলেন জার্মান কোচ, যিনি এবার প্রচলিত 'এক ম্যাচ করে ভাবা'র কৌশল এড়িয়ে কিছুটা উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করেন।

'কোয়ার্টার ফাইনালে আমাদের প্রতিপক্ষ কে হতে পারে (বুরুসিয়া ডর্টমুন্ড বা লিলে, প্রথম লেগে জার্মানিতে ১-১ সমতায় শেষ হওয়ার পর) সেটি জানা গুরুত্বপূর্ণ, কারণ চ্যাম্পিয়ন্স লিগ আমাদের লক্ষ্য, তবে এটি জেতাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। আশা করছি আমরা এটি অর্জন করতে পারব,' বলেন এই জার্মান কোচ।

তবে যখন তাকে জানানো হয় যে রাফিনহা ঘোষণা দিয়েছেন, 'আমরা সব শিরোপার দাবিদার', তখন কিছুটা সংযত প্রতিক্রিয়া দেখিয়ে কোচ বললেন, 'খেলোয়াড়দের আত্মবিশ্বাস থাকা ভালো এবং তারা যদি বিশ্বাস করে যে এটি সম্ভব, সেটি ইতিবাচক। কিন্তু আমার কাজ হলো শান্ত থাকা এবং পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেওয়া।'

শুরুতে এগিয়ে গেলেও লিড দুই মিনিট ধরে না রাখতে পারায় কিছুটা হলেও শঙ্কায় থাকা বার্সাকে অবিশ্বাস্য এক শটে ২-১ ব্যবধান নিশ্চিত করেন ইয়ামাল। প্রথম গোলেও রাফিনহাকে দুর্দান্ত সহায়তা দেন তিনি, ফ্লিক বলেন, 'আমি লামিনের জন্য খুব খুশি, আমর সবাই খুশি। সে দুর্দান্ত খেলেছে, অনেক দিন গোল পাচ্ছিল না, আর এটি ঠিক সেই সময় এসেছে যখন তার ও দলের জন্য সবচেয়ে দরকার ছিল।'

এছাড়াও তিনি পেদ্রির প্রশংসা করেন, যিনি বল দখলে ও খেলার নিয়ন্ত্রণে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন, 'সে অসাধারণ, সে যা করছে তা অবিশ্বাস্য, শুধু বল নিয়ে নয়, বল ছাড়াও। সে তার আদর্শ পজিশনে খেলছে।'

বার্সার সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স আগের মৌসুমগুলোর তুলনায় কেন ভালো, সে প্রসঙ্গে ফ্লিক বলেন, 'আগে কী হয়েছিল তা নিয়ে ভাবার দরকার নেই, কারণ তখন আমি এখানে ছিলাম না। যদিও তখনও খুব খারাপ কিছু হয়নি। আমরা ইতিবাচক মানসিকতা, সুনির্দিষ্ট খেলার পরিকল্পনা ও দৃঢ় সংকল্প নিয়ে শুরু করেছি, যা সবকিছুর ভিত্তি।'

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

1h ago