আরেকটি রেকর্ড গড়তে ইয়ামালের লাগল ২৭ মিনিট

বার্সেলোনার মূল দলে ঠাঁই করে নেওয়ার পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লামিন ইয়ামাল। নানা দুর্দান্ত অর্জনের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করলেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। সবচেয়ে কম বয়সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে গোল করা ও করানোর নজির স্থাপন করলেন তিনি।
মঙ্গলবার রাতে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে নতুন কীর্তিতে নাম লেখান ইয়ামাল। ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর মাত্র ২৭ মিনিটের মধ্যে পৌঁছে যান অনন্য উচ্চতায়। প্রতিযোগিতার ইতিহাসে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সর্বকনিষ্ঠ ফুটবলার এখন তিনি। মাত্র ১৭ বছর ২৪১ দিন বয়সে রেকর্ড নিলেন নিজের দখলে।
রেকর্ডের পথে ইয়ামাল এগিয়ে যান ম্যাচের একাদশ মিনিটে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে এড়িয়ে ডি-বক্সের ডান দিক থেকে অসাধারণ ক্রস করেন এই বিস্ময়বালক। দূরের পোস্টে থাকা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ভলিতে বল পাঠিয়ে দেন জালে।
২৭তম মিনিটে জাদুকরী গোলে ইয়ামাল জায়গা করে নেন ইতিহাসের পাতায়। রাফিনিয়ার ক্রস পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি মিস করার পর বল মাঠের ভেতরে রাখেন তিনি। টাচলাইন থেকে ধীরে ধীরে ডি-বক্সের ডানদিকের প্রান্তে চলে আসেন। এরপর পায়ের কারুকাজে একজনের বাধা সামলে আচমকা বাঁ পায়ে দূরের পোস্টে নেন কোণাকুণি শট। ঝাঁপিয়ে পড়লেও কিছুই করার ছিল না বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের।
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে কোনো ম্যাচে গোল ও অ্যাসিস্টের আগের রেকর্ড ছিল ব্রিল এম্বোলোর দখলে। ২০১৪ সালে লুদোগেরেতসের বিপক্ষে বাসেলের হয়ে ১৭ বছর ২৬৩ দিন বয়সে যা করেছিলেন তিনি।
ইয়ামালের রেকর্ডের ম্যাচে ৩-১ গোলে জিতেছে স্প্যানিশ পরাশক্তি বার্সা। এতে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় প্রথম দল হিসেবে এবারের মৌসুমের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। রাফিনিয়া স্বাগতিকদর এগিয়ে দেওয়ার দুই মিনিট পর সমতা টানেন নিকোলাস ওতামেন্দি। ইয়ামাল আবার কাতালানদের লিড পাইয়ে দেওয়ার পর ৪২তম মিনিটে রাফিনিয়া পান ম্যাচে নিজের দ্বিতীয় গোল।
এবার আগেই নির্ধারিত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের পথ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হান্সি ফ্লিকের শিষ্যরা বরুশিয়া ডর্টমুন্ড কিংবা লিলের মুখোমুখি হবে। শেষ ষোলোর প্রথম লেগে ডর্টমুন্ডের মাঠে ১-১ গোলে ড্র করেছিল দুই দল।
Comments